নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার প্রতিটি উপজেলা প্রতিটি ইউনিয়নের ন্যায় টুপামারি ইউনিয়নের টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বয়সন্ধিকাল শিক্ষা ও সেবা কর্ণারের উদ্বোধন করলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী।আজ মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এলজিএসপি’র অর্থায়নে উক্ত স্বাস্থ সেবা কর্ণারের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার এলিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, টুপামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, ইউপি সদস্য শামসুদ্দোহা শাহ, ইউপি সদস্য কালাম ইসলাম সহ পাশ্ববর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উক্ত সেবা বাস্তবায়নকারী জানো প্রকল্পের কর্মচারি কর্মকর্তাবৃন্দ জেলার উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই বয়সন্ধিকাল শিক্ষা ও সেবা কর্ণারের দ্বারা স্কুলের ছাত্রীরা বয়ঃসন্ধিকালের সময় কী কী কাজ করণীয় তা জানবে, প্রতি সপ্তাহের বৃহঃস্পতিবার করে বাল্যবিবাহ সহ নানা সামাজিক বিষয় , স্বাস্থসেবা নিয়ে আলোচনা করা হবে। বয়সন্ধিকাল শিক্ষা ও সেবা কর্ণারের উদ্বোধন শেষে জেলা প্রশাসক এলজিএসপি’র অর্থায়নে নানা কাজ পরিদর্শন করেন।