স্টাফ রিপোর্টার,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দু’দিনব্যাপী শিশু কল্যাণের স্বার্থে এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণে জনগণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে গত বুধবার ও বৃহস্পতিবার দু’ দিনব্যাপী জনগণের সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ সাবিকুন্নার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নিলুফা বেগম, ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, ফারুক উজ জামান ফারুক, আতাউর রহমান শাহ্, আনিছুল ইসলাম, হাফিজার রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিজওয়ানাল বিএমই কো-অর্ডিনেটর সত্যাব্রæত বিশ্বাস, এরিয়া ম্যানেজার পিকিং চাম্বু প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এতে শিক্ষক, সাংবাদিক ও ৫ টি ইউনিয়নের ভিডিসি সদস্য উপস্থিত ছিলেন।