মো: হারুন উর রশিদ,নীলফামারী,
নীলফামারীর নীলসাগরে ৩য় আন্তর্জাতিক চারুকলা উৎসব উদ্বোধন। আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর বিনোদন কেন্দ্র নীলসাগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৩দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক চারুকলা উৎসব।ঘন্টা বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য শিল্পি অধ্যাপক রফিকুন নবী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক চারুকলা উৎসব-২০২০ নীলফামারীর প্রধান পৃষ্ঠপোষক সাংস্কৃতি ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর,এমপি। উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।বক্তব্যকালে তিনি বলেন শিল্পকলা চর্চার মাধ্যমে রুচিশীল ও সংস্কৃতিমনস্ক প্রজন্ম গড়ে তোলা সম্ভব। কয়েক প্রজন্মের শিল্পিদের মধ্যে পারস্পারিক মেলবন্ধন গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই প্রতিবছর দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত হয়ে আসছে চারুকলা উৎসব।এবার নীলফামারীতে আয়োজন করা হয় আন্তর্জাতিক চারুকলা উৎসব।বাংলাদেশের বরেণ্য ও তরুণ শিল্পীবৃন্দ ছাড়াও অংশ নেয় নেপাল, মিয়ানমার, ভারত, ইউএসএ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৬০জন বরেণ্য শিল্পী। এছাড়াও নীলফামারীর ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০জন শিক্ষার্থীকে চারুকলা বিষয়ে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন বরেণ্য শিল্পিরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চারুকলা উৎসবের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক শিল্পি মো: ইউনুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কিউরেটর শিল্পি হারুন অর রশিদ টুটুল, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোকলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর ও বিটিভির সাবেক চীফ ডিজাইনার জি এম রাজ্জাকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।