রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
প্রতারণার ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের এক সন্তানের জনক ডাবলু চন্দ্র রায়কে(২৫) আটক করে ডোমার থানা পুলিশ। ডাবলু উক্ত ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের নরেন্দ্রনাথ রায়ের ছেলে।
ডোমার থানার মামলা সূত্রে জানাযায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার নরেশ চন্দ্র রায়ের কলেজ পড়–য়া অবিবাহিতা মেয়ে চিণ¥য়ী রায়কে পার্শবর্তী বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা এলাকার হরিহর রায়ের ছেলে এক সন্তানের জনক ডাবলু চন্দ্র রায় প্রতারণা করে ২২ ফ্রেরুয়ারী চিণ¥য়ী রায়কে অপহরণ করে ধর্ষণ করে।
বৃহষ্পতিবার ২৭ ফ্রেরুয়ারী এলাকাবাসীর সহযোগীতায় ৭দিন পর অপহৃত চিণ¥য়ী রায় ও ডাবলু চন্দ্র রায়কে ডোমার থানা এসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে উদ্ধার করে। শুক্রবার চিণ¥য়ীর বাবা নরেশ চন্দ্র রায় বাদী অপহরণ ও ধর্ষণের দায়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তারিখ ২৮/০২/২০ইং।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,চিণ¥য়ীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে ডাবলু চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। চিন্ময়ী রায়কে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।