সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে – “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম”।
সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।
ফোনঃ 01713937066 / 01715577309 / 01973937067 সিভি মেইল করুনঃ news.grampost24@gmail.com
আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে “দেশ ও গণ মানুষের কথা বলে” এই প্রতিপত্তকে সামনে রেখে জনপ্রিয় অনলাইন পত্রিকা “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম” এ বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে ঘটে যাওয়া দৈনন্দিন ঘটনাবলী যা মানুষের দৃষ্টি ও উপলব্ধিতে নাড়া দেয় এরূপ ঘটনা যেমন, শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক উন্নয়ন, অপরাধ, দুর্ঘটনা ও অন্যান্য যে কোন আলোচিত বিষয়ের দৃষ্টি নন্দন তথ্য চিত্রসহ সংবাদ পাঠিয়ে সাংবাদিক হিসেবে নিজেকে আত্ম প্রকাশ করুন।
একঝাক তরুণ ও প্রতিভাবান লেখকদের জনপ্রিয় অনলাইন পত্রিকা “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম” এ আপনাকে স্বাগতম।
প্রতি মুহুর্তের খবর মুহুর্তেই কোটি পাঠকের মাঝে পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে একঝাঁক সাহসী তরুণ সংবাদ কর্মী।
এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ দেশের বাহিরে বিভিন্ন দেশে সংবাদদাতা নিয়োগ দেয়া হচ্ছে।
বিদেশের মাটিতে অবস্থানরত লেখা-লেখিতে আগ্রহী যে কোনো বাংলাদেশী প্রবাসী নাগরিক “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম” এর সংবাদদাতা/প্রতিনিধি হিসেবে আবেদন করতে পারেন ।
পদবীসমূহঃ প্রতিটি বিভাগের জন্য ব্যুরো প্রধান জেলা, উপজেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
যোগ্যতা: ১. বিচক্ষণতা, ২. বস্তুনিষ্ঠতা, ৩. অধ্যবসায়, ৪. নিয়মানুবর্তিতা , ৫.দায়বদ্ধতা, ৬. সাহসিকতা, ৭. বন্ধুত্বপূর্ন ব্যক্তিত্ব, ৮.সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা, ৯. যোগাযোগ, ১০. ব্যবহার/আচরন।
শিক্ষাগত যোগ্যতাঃ
উপজেলা প্রতিনিধি : S.S.C. পাস
জেলা প্রতিনিধি: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সুবিধাঃ
১। “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম” কতৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ০১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।
২। সিনিয়ারিটি ও দক্ষ অনুযায়ী “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম” এর প্রতিনিধি পদ প্রদান করা হবে।
৩। ০৩ মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের “গ্রামপোস্ট টোয়েন্টিফোর ডটকম” এর আইডি কার্ড প্রদান করা হবে।
৪। অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।
সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি প্রেরণ করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪। সম্পূর্ণ বাংলায় SutonnyMJ ফন্টে, কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রেরণ করতে হবে।
৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
৬। কোন সংবাদ প্রেরণে দেরী করা যাবে না, রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে।
যা যা লাগবেঃ এক কপি সদ্য তোলা ছবি সহ আপনার CV/Resume টি আমাদের email ঠিকানায় পাঠান।
আপনার নিজের লেখা একটি নমুনা সংবাদ পর্যালোচনার জন্য CV/Resume এর সাথে পাঠাতে হবে।
ভোটার আইডি কার্ডের ১ম অংশ ও ২য় অংশ উভয় পাশ Scan করে একই মেইলএ পাঠাতে হবে অথবা জন্ম নিবন্ধনের Scan কপি পাঠাতে হবে।
সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।
ফোনঃ 01713937066 সিভি মেইল করুনঃ news.grampost24@gmail.com