রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে সোনারায় ইউপির বুকচিড়ে বয়ে যাওয়া শাহ্ কলন্দর নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে ।
রবিবার দুপুরে খনন কাজের উদ্বোধন করেন ডোমার উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
৭কিলোমিটার নদীর মধ্যাংশ থেকে ১৫মিটার খনন করা হবে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেলাল কনষ্ট্রাকশন খলিলগঞ্জ কুড়িগ্রাম এর তথ্যবদায়ক আশিক ইমতিয়াজ মনি, জুয়েল সরকার, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদ আহমেদ শান্তু,সাঃ সম্পাদক ফিরোজ চৌধুরী,উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল,জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক মনোরঞ্জন রায় জীবন,ডোমার রির্পোটার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো,সাঃ সম্পাদক রওশন আলম পাপ্পু,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক রতন কুমার রায় ও আলমগীর প্রমূখ উপস্থিত ছিলেন। খনন কাজে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৮লাখ টাকা।