ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেলকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে ।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেলকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে ।

ঢাকা প্রতিবেদক,

বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তাঁর স্বজন ও সহকর্মীরা। উন্নত চিকিৎসার জন্য আজ-কালের মধ্যেই তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। একপর্যায়ে তাঁর শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। সেখানে আঘাতে তাঁর একটি পা ভেঙে যায়। এখন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, চিকিৎসকেরা গতকাল জানিয়েছেন, তাঁর অবস্থা অপরিবর্তিত। এ জন্য তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

সোহেল রানার ভগ্নিপতি জসীমউদ্দিন গতকাল জানান, তাঁর অবস্থা ভালো নয়, এখন পর্যন্ত সংজ্ঞাহীন। তাঁকে গতকাল পর্যন্ত ২১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তাঁর সহকর্মীরা রক্ত দিয়েই যাচ্ছেন, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, সেই রক্ত শরীর গ্রহণ করতে পারছে না। তাই তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST