ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেলকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে ।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেলকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে ।

ঢাকা প্রতিবেদক,

বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তাঁর স্বজন ও সহকর্মীরা। উন্নত চিকিৎসার জন্য আজ-কালের মধ্যেই তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। একপর্যায়ে তাঁর শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। সেখানে আঘাতে তাঁর একটি পা ভেঙে যায়। এখন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, চিকিৎসকেরা গতকাল জানিয়েছেন, তাঁর অবস্থা অপরিবর্তিত। এ জন্য তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

সোহেল রানার ভগ্নিপতি জসীমউদ্দিন গতকাল জানান, তাঁর অবস্থা ভালো নয়, এখন পর্যন্ত সংজ্ঞাহীন। তাঁকে গতকাল পর্যন্ত ২১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তাঁর সহকর্মীরা রক্ত দিয়েই যাচ্ছেন, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, সেই রক্ত শরীর গ্রহণ করতে পারছে না। তাই তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST