ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকার “আপনার একটি টাকা বাঁচাতে পারে প্রাণ” 

নীলফামারীর জলঢাকার “আপনার একটি টাকা বাঁচাতে পারে প্রাণ” 

 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

আপনার একটি টাকায় বাঁচতে পারে নীলফামারীর জলঢাকার তিন শিশুর জনক শরিফুল ইসলাম (৩২)।সে হাটা-চলা করতে পারে না। সারাদিন বিছানায় শুয়ে দিন পার করছে। ডাক্তারের ভাষ্যমতে,শরিফুল Pott’s disease রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের কারনে সে দাড়াতে পারছে না।সঠিক চিকিৎসা ও অপারেশন না করালে তাকে বাচানো সম্ভব হবে না। সময়মতো অপারেশন করালে হয়তো সে সুস্থ হয়ে উঠবে।উপজেলার কৈমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ময়নুদ্দীনের একমাত্র ছেলে শরিফুল ইসলাম।তার তিন মাসুম সন্তান রয়েছে। সে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।তার সংসারে স্ত্রী সন্তানসহ মা বাবাও আছে। বাবা মা বৃদ্ধ হওয়ায় সংসারের ভরন-পোষন তার উপর।শরিফুল ছোট থেকে রাজধানী ঢাকাতে রিক্স চালাতেন।এটাই তার প্রধান পেশা।একদিন রিক্সার প্যান্ডেল না ঘুরালে তাদের মূখে অন্ন উঠে না।থাকার ঘর যে ৩ শতাংশ জমিতে দাড়িয়ে আছে সে জমিটুকু অনেক কষ্টে ক্রয় করেছে।বর্তমানে সব চিকিৎসা শেষে নিজ বাড়িতে পড়ে আছে।অপারেশন করতে রাজধানী ঢাকা কিংবা বিদেশে যেতে হবে।অপারেশন ব্যয় প্রায় দেড় লাখ টাকার লাগবে। এমনীতে তার সংসারে অন্ন নেই আবার চিকিৎসার এতো টাকা কোথায় পাবে?শরিফুলের চোখেমুখে কেবলই বাঁচার আকুতি।শরিফুলের পরিবার জানান,গত ১৪ মার্চ হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে শরিফুল। পরে তাঁকে স্থানীয় হাসপাতাল জলঢাকায় ভর্তি করায়। সেখানে জ্ঞান ফিরলেও সে উঠতে পারে না,দাড়াতেও পারে না।এমন অবস্থায় চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে চিকিৎসক অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন,Pott’s disease আক্রান্ত হয়েছে।এ জন্য সে উঠা ও হাটা চলা করতে পারছে না। মোট কথা,শরিফুলের মেরুদণ্ডের যক্ষা বলা যায়। এ রোগের ফলে মেরুদন্ড ধীরে ধীরে দূর্বল হয়ে যায়। এক সময় মেরুদন্ড কাজ করবে না।যার কারনে উঠতে পারবে না,হাটা চলা করতে পারবে না। মৃত্যুর দিকে ঝুলে পড়বে। এমনী রোগ হয়েছে শরিফের।তার মেরুদণ্ড অপারেশন করাতে পারলে সে সুস্থ হয়ে উঠবে। এই অপারেশন করাতে প্রায় দেড় লক্ষ টাকা লাগবে। তার পরিবার আরও জানান, আমরা অসহায় এতো টাকা পাবো কোথায়? আমাদের একমাত্র সন্তান শরিফুল আল্লাহ তা’আলা তাকে এতো বড় রোগ দিয়েছে। আমরা সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি যেন তাকে অপারেশন করাতে পারি।শরিফুলের মা বলেন,হামাগুলা গরিব মানুষ।এইলা টাকা কটে পামু। চিন্তায় মাথা ঘোরেছে।আজ তিন ধরে বাড়িত কোন খাবার নাই.. বলতে বলতে.. হাউ মাউ করে কান্না শুরু করে। এভাবে বাবা ময়নুদ্দীন বলেন,মোর বাবাটাই সংসার চালাতো কিন্তু আল্লাহ তাআ’লা এতো বড় রোগ দিলো যে মুইও কিছু করির পাং না। আল্লাহর কাছে দোয়া ছাড়া কোন বুদ্ধি নাই এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়ে।চাচাতো ভাই মোকারম জানায়,এই চিকিৎসার জন্য এখনো প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই শরিফের শুভাকাঙ্ক্ষীরা সমাজের সবার সহায়তা প্রত্যাশা করছে।আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ সঞ্চয়ী হিসাব : ০১০০০৯৩৩৫৭৮২০,জনতা ব্যাংক,জলঢাকা শাখা। বিকাশ : রোগির-০১৭২৯০৯২৭৬৩,চাচাতো ভাই শাহীন-০১৭৭৩৯৯০১৩১।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST