ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ডিমলায় শেষ দিনও জমজমাট বৈশাখী কেনাকাটা, দোকান গুলোতে উপচে পড়া ভির।

ডিমলায় শেষ দিনও জমজমাট বৈশাখী কেনাকাটা, দোকান গুলোতে উপচে পড়া ভির।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

রাত পোহালেই পহেলা বৈশাখ, আর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণ করতে সর্বত্র লেগেছে কেনাকাটার ধুম। নীলফামারীসহ জেলার প্রতিটি উপজেলার কাপড়ের দোকানগুলোতে কেনাকাটায় বইছে অনেকটা বৈশাখী ঝড়। বিভিন্ন ধরনের ছাড় ও আকর্ষণীয় অফার দিয়ে দেশি এবং বিদেশি বৈশাখী পোশাক কেনাকাটা করতে উপচে পড়া ভির দেখা গেছে ছোট-বড় দোকানগুলোতে। তরুন-তরুণী, কিশোর-কিশোরী, বৃদ্ধা সবাই বৈশাখী কেনাকাটায় ব্যস্ত। পহেলা বৈশাখ ঘনিয়ে আসায় শুক্রবারও জমে উঠেছে শফিংমল, ফ্যাশন হাউজ ও বিপণিবিতানগুলো। বাদ পড়েছে না ফুটপাতের ছোট-ছোট খোলা দোকানগুলোও। বাংলার আবহে লাল-সবুজে তৈরী ফতুয়া, পাঞ্জবী, শার্ট, থ্রিাপস ও শাড়ির পসরা সাজিয়ে বিক্রি করছে দোকান মালিকরা বৈশাখী পন্য। আর রাত পোহালেই পহেলা বৈশাখের আনন্দ। যে কারণে বাঙালি সংস্কৃতির অন্যতম এ দিনটি উদযাপন উপলক্ষে ইতোমধ্যে ব্যবসায়ীরা কম-বেশী বেশ ভালই বেচাবিক্রি করেছে। আর ঝামেলা এড়াতে ক্রেতারা পহেলা বৈশাখের আমেজ শুরুতেই তাদের পছন্দসই পন্য কেনাকাটা করেছেন তাদের আদরের সন্তানদের জন্য। শেষ মুহুর্ত পর্যন্ত দেখা গেছে ডিমলা উপজেলার বিভিন্ন মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে বৈশাখী কেনাকাটার ভির। এছাড়া অধিকাংশ মার্কেট ও বিপণিবিতান ক্রেতা আর্কষনে দিচ্ছে মূল্য ছাড়, গিফটসহ নানা অফার। এ বিষয়ে জানতে চাইলে বাবুরহাট বাজার ডিমলা মেইন রোড সংলগ্ন শুভেচ্ছা শফিং সেন্টার এর মালিক আবুজার রহমান আলাল বলেন, গত বছরের তুলনায় এবছর একটু কম বেচাবিক্রি হয়েছে, কারণ হিসেবে তিনি বলেন, বৈশাখের আমেজ শুরুর আগেই বোইরী আবহাওয়া থাকায় বেচাবিক্রি অনেকটাই কম হয়েছে। তার পরেও যা হয়েছে মন্দ না। এদিকে শনিবার বাবুরহাট ভিতর বাজার মার্কেটের মাসুদ ক্লোথ ষ্টোর, যমুনা গার্ডেন, এস টেক্স একদর শফিং সেন্টার, ড্রেস কালেকশন, দিদ্দিকা গার্মেন্টসসহ বিভিন্ন বস্ত্র বিতানে শেষ মুহুর্তে ঘুরে দেখা গেছে  বৈশাখের কেনাকাটার দৃশ্য। বৈশাখের পোশাক গুলোর মধ্যে দেখা গেছে মেয়েদের জন্য রংবেরঙের থ্রিপিস, কুর্তি, টপস, শাড়ি ও ছেলেদের জন্য পাঞ্জবি ও ফতুয়া বিক্র করতে। শিশুদের জন্যও রয়েছে দারুণ বৈশাখী কালেকশন বৈশাথখী পন্য সংগ্রহ। তাছাও বৈশাখ উপলক্ষে তারা এবার রেখেছিলেন ফ্যামিরি প্যাকেজ। সেখানে একই প্যাকেজে রয়েছে পরিবারের সবার জন্য একই ডিজাইনের পাঞ্জবি, শাড়ি, ফতুয়া, থ্রিপিচ ও ছোট জন্যও ম্যাসিং পোশাক। সেক্ষেত্রে ফ্যামেলি প্যাকেজের দাম ছিল হাতের লাগালে। আর শেষ দিনও কেনাকাটা করছে ক্রেতারা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST