ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় উত্তর তিতপাড়া সোনাবেচাটারী গ্রামে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্চিত করার ঘটনায় থানায় অভিয়োগ। শিক্ষিকা তারাবানু বলেন, দীর্ঘদিন যাবত উক্ত ব্র্যাক স্কুল ঘরটি ভাড়া হিসাবে ২০১৬ সালে ২১ হাজার ৬ শত টাকা জামানত দিয়ে প্রতি মাসে ৪ শত টাকা করে ভাড়া প্রদান করেছিল। ইহার এক পর্যায়ে গত ডিসেম্বর/২০১৮ ইং মাসে ব্র্যাক শিক্ষা প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ায় ব্র্যাক স্কুলের সকল আসবাবপত্র তারাবানু ২৬ ডিসেম্বর/২০১৮ সালে ১৬ হাজার টাকার বিনিময় ব্র্যাক কর্তৃপক্ষের নিকট হইতে ক্রয় করেন এবং মেয়াদ শেষ হওয়ার কারনে উন্নয়ন গবেষনা ফাউন্ডেশন “উগফা” ভাবনা শিক্ষা নিকেতন নামে স্কুলটি ১লা জানুয়ারী-১৯ হতে স্কুলটি পরিচালনা করেছিল। এমতাবস্থায় ঘর মালিক শফিকুল ইসলাম অন্য এনজিও’র মাধ্যমে স্কুল পরিচালনা করতে দিবে না মর্মে স্কুল শিক্ষিকাকে লাঞ্চিত করে স্কুল ঘরের আসবাবপত্রের মধ্যে আরএফএল চেয়ার-৩০টি, টেবিল-৬টি, ফ্যান-২টি, ট্র্যাংক-১টি, র্যাট-১টি ও ব্লাকবোর্ড-৬টি আত্মসাতের জন্য রাতের অন্ধকারে বাড়ীর মালিক সফিকুল ইসলামের নেতৃত্বে তাহার নিজ বাড়ীতে লইয়া গিয়া স্কুল ঘরে তালা লাগাইয়া দেয়। তারাবানু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে নিজে বাদী হয়ে ০৩এপ্রিল-২০১৯ ইং তারিখে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তুু উক্ত স্কুল শিক্ষিকাকে লাঞ্চিত করা সহ লুটকৃত মালামালের কোন প্রকার প্রতিকার না পাওয়ায় বর্তমানে সে পার্শ্ববর্তী দিগলটারী ডাঙ্গাপাড়া গ্রামে সোলায়মানের বাড়ীর একটি রুমে ভাড়া লইয়া নতুন করে পাঠদান করিয়া আসিতেছে এবং রুমে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্র না থাকায় ছাত্র/ছাত্রী মেঝেতে চট বিছিয়ে খুবকষ্টে লেখাপড়া করিতেছে। অপর দিকে পূর্বের ঘর মালিক ২৭ জন ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে নতুন স্কুল ঘরে যাওয়া বাধা প্রদান করিতেছে। এ বিষয় অভিভাবকরা মনে করেন বাধা প্রদানকারী ছাত্র/ছাত্রীদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম রহিয়াছে। শিক্ষিকাকে লাঞ্চিত এবং মালামাল উদ্দারে দ্রুত উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী।