নীলফামারী প্রতিনিধি ॥
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পানি সরবরাহ প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলায় অগভীর নলকুপ বিতারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাবেক সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জান নূর এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,(অতিঃদাঃ) সদর উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা।আমন্ত্রিত অতিথি ছিলেন,নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম।অনুষ্ঠান শেষে ৫২৬ টি পরিবারে মাঝে অগভীর নলকুপ বিতারণ করেন অতিথিরা।এসময় ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় ৫৫ টি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা করে প্রতিটি পরিবারের মাঝে বিতরন করা হয়।