নীলফামারী প্রতিনিধিঃ
জেলার ডোমারে উপজেলার বিভিন্ন সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগীতায় সোমবার সকালে দিনব্যাপি ডোমার কৃষি অফিস হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লী শ্রী ,নীলফামারী এই সভার আয়োজন করে।উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জাফর ইকবালের সভাপতিত্বে ও শাহাজাদী শিরিনের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল আহমেদ,মহিলা বিষয়ক কর্মকতা শাহিনুরা বেগম,পল্লী শ্রীর আজিজা সুলতানাসহ উপজেলার বিভিন্ন সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পল্লী শ্রীর নারী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীরা এই বার্ষিক সভায় উপস্থিত থেকে সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে তাদের সেবা প্রদানের বিষয়গুলো কিভাবে পাওয়া যায় সে বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে শুনে অবহিত হন।