রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি,
নীলফামারীর ডোমারে বসুন্ধরা কিংস-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টুর্নামেন্ট (১২ই এপ্রিল হতে ২৩এপ্রিল) প্রথম পর্বের (হোম এন্ড অ্যাওয়ে) খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ডোমার হৃদয়ে স্বাধীনতা চত্তরে অনুষ্ঠিত কাবাডি মেগা টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন-নীলফামারী জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান, সিনিয়র পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল,ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজুর রহমান,জলঢাকা উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল,ডোমার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিয়ার রহমান রতন ডোমার থানার ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,সৈয়দপুর থানার এসআই আরমান প্রমূখ।
বিকেলে ও সন্ধায় দু’দফায় টুর্নামেন্টে অংশ নেয় ডোমার থানা বনাম জলঢাকা থানা এবং সৈয়দপুর থানা বনাম ডোমার থানা। বিকেলের খেলায় জলঢাকা থানা ৪৭পয়েন্ট ও ডোমার থানা ৩৭পয়েন্ট অর্জন করে।সন্ধায় সৈয়দপুর থানা ৪৪পয়েন্ট ও ডোমার থানা ৪৭পয়েন্ট অর্জন করে।
খেলা পরিচালনা করেন-জাতীয় কাবাডি দলের প্রশিক্ষক এনামুল হক। খেলা পরিচালনায় সহযোগীতা করেন গোবিন্দ রায়, আব্দুল জব্বার, হামিদুল, আরিফ, মানিক ও হাসনাত। খেলার ধারা ভাষ্যকার ছিলেন-মমতাজ উদ্দিন ও আব্দুল মতিন।