নীলফামারী প্রতিনিধি ॥
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার চট্ট্রগ্রাম আবাহনির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস।
দুর্দান্ত গোল ও আক্রমন, পাল্টা আক্রমনের ফুডবল উপভোগ করে দর্শক। ফুটবল ম্যাচে খেলা শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৪ মিনিটে চমৎকার একটি গোল করে বখতিয়ার বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে ৭৮মিনিটে গোল করে কলিংড্রেস কোস্টাারিকার প্লেয়ার।৮৪ মিনিটে গোল করে ব্রাজিলিয়ান খেলোয়ার মারকোর্স।
চট্ট্রগ্রাম আবাহনী দুটি গোল মিস করে।আর বসুনন্ধরা কিংস ১টি গোল মিস করে। ।র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্টানের কারণে খেলা শেষে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়নি।