রতন কুমার রায়,ডোমার প্রতিনিধিঃ
নীলফামারী জেলায় কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সের পূর্ববতী মাসের সামগ্রীক কর্ম মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিশেষ সন্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে । (১৮ এপ্রিল) বৃহষ্পতিবার নীলফামারী জেলা পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক মুল্যায়ন সভায় কর্ম মুল্যায়নে ডোমার থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর আব্দুল লতিফ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছে।২০এপ্রিল পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন(পিপিএম-সেবা)শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার আব্দুল লতিফের হাতে সন্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন ।এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ রুহুল আমীন,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ থানা হারুন অর রশিদ,শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর সদর থানা পলাশ কান্তি রায়, সাব-ইন্সপেক্টর(ডিবি)সদর মোকছেদুল ইসলাম,টিএসআই সৈয়দপুর আব্দুল খালেক ও শ্রেষ্ঠ এএসআই সদর সেলিম মিয়া । সন্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,এ স্বীকৃতি নীলফামারী জেলার কর্মরত পুলিশের মনোবল ,পেশাদারিত্ব ও কর্মর্দ্দীপনা বৃদ্ধি করবে ।