রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে ৬৩তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী হরিনাম সংকির্তন ২০এপ্রিল পৌরসভার বনওয়ারী মোড়ে স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে অরুনোদয় হতে হরিনাম সংকির্তন শুরু হয়েছে । মঙ্গলবার ২৩এপ্রিল রাতে বিশিষ্ঠ ব্যবসায়ী মিলার অশোক কুমার আগরওয়ালার আহ্ববানে নীলফামারী ও লালমনির হাট জেলার খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে হরিনাম সংকির্তন শ্রবন করতে আসেন । এ সময় সহস্রাধিক শ্রোতার মাঝে তাহার সফরসঙ্গী ছিলেন, ডোমার খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম,খাদ্য পরিদর্শক ডোমার ও টিএই নীলফামারীর জিয়াউর রহমান,বিশিষ্ঠ মিলার ও ডিলার মোর্তেজ আলী প্রমূখ ।