নীলফামারী প্রতিনিধিঃ
জেলার ডোমারে জুয়া খেলার অপরাধে দুই জুয়ারীকে ১৫ দিনের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোছাঃ উম্মে ফাতিমা এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুইজন হলেন, উপজেলার বামুনিয়া ইউনিয়নের সমিদুল ইসলামের ছেলে মোঃ আলম(৩২) ও গোমনাতি ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃতঃ মুসা মিয়ার ছেলে সেলিম রেজা লিপু।
ডোমার থানার অফিসার্স ইন চার্জ মোঃ মোস্তাফিজার রাহমান জানান,জুয়া খেলার অপরাধে মঙ্গলবার সন্ধায় তাদেও আটক করে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদেও দুইজনকে ১৫ দিনের জেল প্রদান করেন। বুধবার সকালে তাদেও জেলা কারাগাড়ে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।