নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের বদলিসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামসহ আরও অনেকে।বক্তারা বলেন,চাকুরী দেয়ার নাম করে পনেরো থেকে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে জেলা প্রশাসন। সাধারন কোটায় মুক্তিযোদ্ধার কোটা পুরন করেছে আর মুক্তিযোদ্ধাদের শিক্ষিত সন্তানদের ফেল করে বাতিল করেছে এমন অভিযোগ মুক্তিযোদ্ধাদের।