কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ উপজেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের ২০/০৪/২০১৯ইং তারিখের এক জররী সভার সিদ্ধান্ত মোতাবেক সড়ক মহাসড়কে নচিমন,করিমন,চাঁদেরগাড়ী,পাগলু,অটো-বাইক ও নরসিংদী ভায়া দেবীগঞ্জ রুটে রুল ছাড়া অবৈধ ভাবে বিআরটিসি পরিবহন চলাচলের প্রতিবাদে গোটা জেলার নেয় রবিবার নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ-২২০, মাগুড়া উপকমিটি ২ ঘন্টা ব্যাপি এ পরিবহন ধর্মঘট পালন করেন। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাগলাপীর ডালিয়া সড়কে চলাচলরত যাত্রীবাহী শতাধিক বাস সহ সকল ধরনের পরিবহন আটকা পড়ে। ফলে চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা এ পরিবহন ধর্মঘটে। কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘটের বিষয়ে মাগুড়া উপকমিটি সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম ও সড়ক পরিবহন মালিক গ্রুপ,নীলফামারী জেলার সাধারন সম্পাদক শামীম হোসেন জানান সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের নির্দেশে এ ধর্মঘট পালন করা হয়।