রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গনসংবর্ধনা দেওয়া হয়েছে ।
রবিবার(২৮এপ্রিল) সন্ধ্যায় হরিণচড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ধরণীগঞ্জ হাট এলাকায় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,সদ্য গঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিককে গনসংবর্ধনা দেওয়া হয়েছে । হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম গনসংবর্ধনা অনুষ্ঠান শুভ উদ্বোধনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,জেলা কৃষকলীগের সহ সভাপতি এড.আজাহারুল ইসলাম,ডোমার পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক ময়নুল হক,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ মুখোপাধ্যায়,সেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,ইউনিয়ন যুবলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু ও পূজা উদযাপন পরিষদের সভাপতি ভোলানাথ রায় প্রমূখ ।গন সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।