নীলফামারী প্রতিনিধি ॥
নীলফমারীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% প্রঙ্গাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি আশবাফুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক গোলাগ ফেরদৌস, বাংলাদেশ, শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কারিগরী শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি হায়দার আলী খান, স্বাধীনতা শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি খোকারাম রায়,বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাকিম প্রামানিক; সাধারণ সম্পাদক এ.বি.এম লুৎফুল কাদের,সংগ্রাম কমিটির সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ মাসুদুর রহমান (মাসুদ) বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ মহসিন আলী। বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষে সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপনটি বাতিলের জন্য জোড় দাবী জানায়।