ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফমারীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ১০% প্রঙ্গাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

নীলফমারীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ১০% প্রঙ্গাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি।

 

নীলফামারী প্রতিনিধি ॥
নীলফমারীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% প্রঙ্গাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি আশবাফুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক গোলাগ ফেরদৌস, বাংলাদেশ, শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কারিগরী শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি হায়দার আলী খান, স্বাধীনতা শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি খোকারাম রায়,বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাকিম প্রামানিক; সাধারণ সম্পাদক এ.বি.এম লুৎফুল কাদের,সংগ্রাম কমিটির সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ মাসুদুর রহমান (মাসুদ) বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ মহসিন আলী। বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষে সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপনটি বাতিলের জন্য জোড় দাবী জানায়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST