রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
ডোমারে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ(টেকাব)”শীর্ষক কারিগরি সহয়তা প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে একমাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষন কোর্স এর সমাপণী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার(৩০এপ্রিল)সকালে উপজেলা পরিষদ হলরুমে ডোমার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম জিয়াবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ । এছাড়াও উপস্থিত ছিলেন,ক্রেডিট সুপার ভাইজার এসএম হাবিব মর্তুজা ও প্রশিক্ষক নিরঞ্জন রায় প্রমূখ । আলোচনা শেষে ৪০জন প্রশিক্ষন নেওয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় ।