নীলফামারী প্রতিনিধিঃ
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হলো মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎসহের এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন ১ মে। দিবসটি পালনের লক্ষ্যে নীলফামারী জেলার সকল পেশাজীবি শ্রমিক সংগঠন গুলোর নানা আয়োজনে পালিত হলো মহান মে দিবস। শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এ শ্লোগানকে সামনে রেখে, জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ আয়োজনে বুধবার সকাল ১১টায় শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এতে প্রধান অতিথি ছিলেন । এসময় সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম আবু, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবুল হোসেন ও খয়রাত হোসেন শাহ সহ জেলা নেতৃবৃন্দ র্যালীতে অংশ নেয়।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন,১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন। আর আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।এসময় তিনি আরো বলেন, আমরা শ্রমজীবি মানুষ, আমাদের দাবী আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবো। পাশাপাশি জেলার ঘুষ দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করবো।