রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারের ধর্ষণ মামলার পলাতক আসামী রাজশাহী রাজপাড়া থানা আরএমপি এলাকা থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার(৩০এপ্রিল) রাতে ডোমার থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে ও রাজশাহী রাজপাড়া থানা পুলিশের সহযোগীতায় ধর্ষণ মামলার পলাতক আসামী ডোমার উপজেলার পূর্ব আমবাড়ী গ্রামের মোজাফ্ফর হোনের পুত্র ফরহাদ হোসেন লাবু(২২)কে গ্রেফতার করেছে।
ডোমার থানা সুত্রে জানাযায়, ফরহাদ হোসেন লাবু দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। তার বিরুদ্ধে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে । মামলা রং-০৯ । সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল ও (ওসি তদন্ত) বিশ্বদেব রায়ের নির্দেশনায়,রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে রাজপাড়া থানা আরএমপি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি(তদন্ত) বিশ্বদেব রায় জানান,ধর্ষণ মামলার পলাতক আসামী ফরহাতকে রাজশাহী রাজপাড়া থানা আরএমপি এলাকা থেকে গ্রেফতার করেন সঙ্গীয় ফোর্সসহ এসআই আব্দুল লতিফ । আগামীকাল ২এপ্রিল আদালতের মাধ্যমে তাহাকে জেলহাজতে পাঠানো হবে ।