ঘোষনা:
ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার ব্যবসায়ী।

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার ব্যবসায়ী।

নীলফামারী প্রতিনিধিঃ
জেলার ডোমারে চাকুরী দিতে না পারায় সেই পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ ফারুক হোসেন(৩২) নামে এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ডোমার শহরের আন্ধারুর মোড় নামকস্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফারুক হোসেন ডোমার থানায় অভিযোগ দায়ের করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তাকে আবারো মারধর করে।
থানায় অভিযোগে জানাযায়,ডোমার সদরের তেলিপাড়া গ্রামের মৃতঃ মফিজার রহমানের ছেলে রবিউল ইসলামকে প্রতিবন্ধী স্কুলে চাকুরী দেওয়ার নাম করে ডোমার পৌরসভার ৫ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়ার মৃতঃ আইনুল হকের ছেলে লোকমান হোসেন(৩৫)১ লক্ষ ৫০ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নেয়। অনেকদিন হলেও রবিউলের প্রতিবন্ধী স্কুলে চাকুরী না হওয়ায় সে তার ছোটভাই ফারুককে সাথে নিয়ে চাকুরী দেওয়ার নাম করে নেওয়া দেড়লক্ষ টাকা লোকমানের নিকট ফেরত চাইতে গেলে লোকমান হোসেন তাদের আজদিব কালদিব করে সময় ক্ষেপন করতে থাকে। ফলে বাধ্য হয়ে ফারুক ও তার বড়ভাই বিষয়টি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আহমেদ ডনকে বিষয়টি জানালে ডন ২৯ এপ্রিল রাতে ফোনের মাধ্যমে লোকমানের সাথে কথা বলে তাদের পাওনা টাকা ফেরত দিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে ফারুক মাছ কিনে আন্ধারুর মোড় থেকে বাড়ী ফেরার পথে লোকমান ও তার লোকবল দুলু মিয়া,রমজান আলী ও রব্বানী মিলে ফারুককে আটকিয়ে উপজেলা চেয়ারম্যান ও ডনকে টাকার কথা কেন বলেছে এই অপরাধে তাকে মারধর করে। এ সময় তার পকেটে ব্যবসার জন্য রক্ষিত ৫০ হাজার টাকা দুলু মিয়া বের করে নেয়। এবং তাকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় ফারুকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে লোকমান ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় ফারুক হোসেন বুধবার থানায় অভিযোগ দায়ের করেছে। থানায় অভিযোগ দায়েরের খবর শুনে আরো ক্ষিপ্তহয়ে যায় বিবাদীরা। থানায় অভিযোগ কেন দায়ের করা হয়েছে এজন্য ফারুককে তারা আরো নানাভাবে হুমকি দিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ(তদন্ত) জয়দেব রায় অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST