ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
ফণী” ঘূর্ণিঝড় মোকাবেলায় বরিশালে প্রস্তুত , ২৫ হাজার স্বেচ্ছাসেবক।

ফণী” ঘূর্ণিঝড় মোকাবেলায় বরিশালে প্রস্তুত , ২৫ হাজার স্বেচ্ছাসেবক।

বরিশাল প্রতিনিধি ॥
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সর্বত্র মেঘলা ও গুমোট আবহাওয়া বিরাজ করেছে। নদ–নদীগুলো ছিল উত্তাল। বিভাগের ছয় জেলায় ১ হাজার ৬৮০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের ২৫ হাজার স্বেচ্ছাসেবকও প্রস্তুত। উপকূলে চলছে মাইকিং।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। এর গতিপথ ভারতের ওডিশার দিকে হলেও তা বড় ধরনের ছোবল মারতে পারে বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর। এতে বরিশালসহ বিভাগের সব জেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, ফণীর অগ্রবর্তী অংশের প্রভাব আজ সকাল থেকেই দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম উপকূলে শুরু হতে পারে। ঘূর্ণিঝড়টি খুব শ্লথগতিতে তার লক্ষ্যের দিকে এগোচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, বরিশালের ছয় জেলার ৪২টি উপজেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসক দল। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শুকনো খাবার, চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী মজুত রাখা হয়েছে। উপকূলের জেলাগুলোতে মাইকিং করে ঝড়ের সংকেত প্রচার করা হচ্ছে। প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল লতিফ বলেন, বরিশালে ২৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ৪০০ মেট্রিক টন চাল, দুই হাজার প্যাকেট শুকনো খাবার, নগদ সাত লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় চার লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। জেলা ও উপজেলাগুলোতে খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের বরিশাল জেলা কার্যালয় সূত্র জানায়, উপকূলে ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের ৫৫ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত আছেন যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। এর মধ্যে বরিশাল বিভাগের ছয় জেলায় ২৫ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন।

প্রস্তুতি কেন্দ্রের জেলা উপপরিচালক মো. আবদুর রশিদ বলেন, তাঁদের স্বেচ্ছাসেবকেরা মাঠে মাইকিং করে স্থানীয় লোকজনকে সতর্ক করছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST