ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স গ্রহণ করলেন সাংসদ আদেল।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স গ্রহণ করলেন সাংসদ আদেল।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি,
দীর্ঘ দিন পর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগী বহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার একটি এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের হাতে।
গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভাষণকালে নীলফামারী-৪ আসনের সাংসদ কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জরুরী ভিত্তিতে একটি এ্যাম্বুলেন্সের জোড়ালো দাবী জানান। তিনি হাসপাতালটির জনবল সংকটের চিত্রও তুলে ধরেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে  বৃহস্পতিবার  এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের হাতে। এদিকে চাবী হস্তান্তরের সংবাদে কিশোরগঞ্জ উপজেলায় মুখে মুখে শোনা যাচ্ছে- ভাগ্য খুলতে শুরু করেছে কিশোরগঞ্জবাসীর। এ্যাম্বুলেন্সের চাবী গ্রহণ শেষে মুঠোফোনে তিনি জানান- আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জবাসীর স্বাস্থ্য সেবার উন্নত সুযোগ দানের জন্য বর্তমান সরকার একটি এ্যাম্বুলেন্স আমার হাতে হস্তান্তর করেছে। উল্লেখ্য যে, ১৯৯৭ সালে একটি এ্যাম্বুলেন্স দেয়া হলেও তা অচল প্রায়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST