কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা ॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে স্কুল চত্বরে উক্ত সমাবেশে পরিচালনা পরিষদের সভাপতি আবু হানিফ শেখ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা সদস্য ও কিশোরগঞ্জ কারিগরী মহিলা কলেজের অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন,কিশোরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী,পরিচালক ফেরদৌস আলম,কিশোরগঞ্জ থানার এ এস আই মশিউর রহমান,প্রধান শিক্ষক কামরুজ্জামান,অভিভাবক সদস্য দুলাল হোসেন ও শাহিনা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ সঠিক ভাবে দেয়া হলেও নিয়মিত শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণে দেখা দিয়েছে স্বজনপ্রীতি। গত বছর অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যের মধ্যে একজন সদস্যের মেয়েকে ষ্টেজে সংবর্ধনা দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। গতকাল বৃহস্পতিবার একই ভাবে সেরা উপস্থিতিদের বেলায়ও করা হয়েছে। ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের সেরা উপস্থিতিদের মধ্য থেকে অন্যান্য শিক্ষার্থীদৈর বাদ দিয়ে স্কুলের কমিটির এক সদস্যের মেয়েকে ও এক সদস্যের ভাতিজিকে দেয়া হয় সেরা উপস্থিতিদের পুরুস্কার। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
এ ব্যাপারে পাবলিক স্কুলের সভাপতি আবু হানিফ জুয়েলের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
কিশোরগঞ্জ পাবলিক স্কুলের পরিচালক ফেরদৌস আলমের কাছ থেকে অন্যান্য শিক্ষার্থীদের গড় উপস্থিতি দেখানোর কথা বলে অফিস থেকে বাহিরে চলে যান।