জলঢাকা প্রতিনিধি ॥
নীলফামারীর জলঢাকায় পঞ্চম উপজেলা পরিষদের স্থগিত চেয়ারম্যান পদের নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে উপজেলা আ’লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আনছার আলী মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী চিংড়ি মাছ প্রতীকের আব্দুল ওয়াহেদ বাহাদুর এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই—কেউ কাউকে ছাড়ার পক্ষপাতি নয়। এখনো হিসাব নিকাশে কষতে জনসাধারনের মুখে খই ফুটছে। কে হবে উপজেলার মাথা? কে হবে জনগনের সেবক? এসবের অবসান ঘটবে আজ বিকাল পাচঁটায়।সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ পর্যন্ত চলবে ভোট গ্রহন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়,এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন। এবারে ৮৯ কেন্দ্রে মোট ২ লাখ ৩৬ হাজার ১ শত ৭২ জন ভোট প্রয়োগ করবে। এর মধ্যে ১ লক্ষ ১৯ হাজার ৪ শত ৪২ জন পুরুষ ও নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ৭ শত ৩০ জন। সকাল ৮ থেকে বিকাল,৪টা পর্যন্ত ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করবে।
নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন কড়া নজরে রাখবে। প্রতিটি কেন্দ্রে আনছার,পুলিশ,অবস্থান নিয়েছে।এছাড়া বিজিপিসহ অন্যান্য প্রশাসনও মাঠে থাকবে। উল্লেখ্য,গত ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এলিচ বিএ ও মনোয়ারা বেগম নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন,আমার ব্যাপক প্রস্তুতি নিয়েছি।নির্বাচন শান্তিপূর্ণ হবে।