ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
জলঢাকায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের পানির পাইপ ও ড্রেন পাইপ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

জলঢাকায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের পানির পাইপ ও ড্রেন পাইপ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

জলঢাকা প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায় মাঝরাতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের পানির  পাইপ ও ড্রেন পাইপ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিপাকে পড়েছে শতাধিক কৃষক।রোববার রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বাশদহ গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা যায়,ওই এলাকার মৃত বদির উদ্দিনের ছেলে মমিনুর রহমান ৩বছর পূর্বে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় নলকূপ স্থাপন করে ৩শত বিঘা জমিতে পানি সেচ দিয়ে আসে। এমন সময় গ্রামের কিছু দুষ্কৃতিকারী মানুষ সেচ বন্ধ করার হুমকি-ধুমকি দিয়ে আসে। কৃষকদের কথা চিন্তা করে জীবনের ঝুকি নিয়ে সে সেচ পানি অব্যাহত রাখে।এবং নিজেকে রক্ষা করার জন্য ১মাস পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ও ১১৭ সি ধারা মতে মামলা দায়ের করে। এ মামলার বাদী মমিনুর রহমান ও স্বাক্ষীদের বিভিন্নভাবে হুমকী দিয়ে আসে আসামী জয়দেবসহ সুমন চন্দ্র,ওবায়েদুল ইসলাম,সবিন চন্দ্র,ধওলু রাম প্রমূখ।এরা সকলে বাদীকে আদালত থেকে মামলা তুলে নিয়ে আসতে বলে। মামলা তুলে নিয়ে না আসলে আসামীরা দলবদ্ধভাবে গত রোববার (৫ মে) বাদীর নিয়ন্ত্রনে থাকা বরেন্দ্র ভূমি উন্নয়ন প্রকল্পের ৫টি পানির গ্যাস পাইপ ও ২৫শত ফিট ড্রেন পাইপ ভেঙ্গে দিয়েছে।এতে ক্ষতির পরিমান হয় আনুমানিক প্রায় ৮ লাখ টাকা। পানির গ্যাস পাইপ ও ড্রেন পাইপ নষ্ট করে দেয়ার কারনে প্রায় ৩ শতাধিক বিঘা জমির ধান ক্ষেত হুমকির মুখে।সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রায় ৩শত জমির ধান ক্ষেতের গাছে ধান আসতে শুরু করেছে। এমন সময় পানি সংকটে পড়েছে ওই এলাকার ধান ক্ষেতগুলো। আরও দেখা যায়,বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় পানির সেচের ৫টি গ্যাস পাইপ ও ২৫ শত ফিট ড্রেন পাইপ ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে মমিনুর রহমান বলেন,তারা প্রায় আমাকে হুমকি-ধুমকী দিয়ে থাকে। আমি তারপরেও কিছু বলি না। রবিবার সকালে জমিতে পানি দিতে গিয়ে দেখি গ্যাস পাইপ ও ড্রেন পাইপ ভেঙ্গে পড়ে আছে। এই কাজ জয়দেবরাই করেছে। এখন পানি দেয়ার কোন উপায় নাই। পানি দিতে না পারলে ৩শত বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে। আমি তাদের ন্যায় বিচার দাবি করতেছি।
ঘটনা বিষয়ে অভিযুক্ত জয়দেব সংবাদকর্মীদের ক্যামেরার সামনে আসেনি। অনেক মাধ্যম দিয়ে চেষ্টা চালার পরেও তার বক্তব্য পাওয়া যায় নি।
বরেন্দ্র ভূমি কর্মকর্তা রুহুল আমিন এর সাথে দেখা হলে তিনি ঘটনা বিষয়ে বলেন,আমি পর্যবেক্ষণ করে দেখলাম ৫টি পানির গ্যাস লাইপ ও ড্রেনের পাইপ ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। আমি যা দেখলাম,তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান হাবিব বলেন,অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST