জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় রাস্তায় সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসি। উপজেলা এলজিইডি আওতাধীন চলতি অর্থবছরে জলঢাকা জেসি কৈমারীহাট হয়ে কয়লা রোড সংস্কার কাজে অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসি।। প্রকল্পটির নাম (এফডিডিআরআইআরপি)। যার প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৩ শত ৬৯ টাকা।কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই,এইচ,এইচ জেভি রবার্টসন্স গঞ্জ আলম নগর রংপুর।কাজটিতে রাস্তায় গাইড ওয়াল তৈরীতে দুই ধারের গর্তগুলো ভরাট করতে বালু উত্তোলনকারী বোমা মেশিন বসানো হয়েছে। ফলে রাস্তার পাশের জমির তলদেশ শুন্য হচ্ছে।কোন কোন স্থানে ট্রলি গাড়ি দিয়ে মাটি ফেলানো হচ্ছে। এমন কি সংস্কার কাজটি নি¤œমানের এলাকাবাসী জানায়। ১১মে কাজের নির্ধারিত সময় শেষ হলেও এখনো বাকী কাজের অর্ধেকের বেশী। যা অর্থবছর পেরিয়ে যাবে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি ভরাটের কাজটি নিজে না করে।সাফঠিকাদার দিয়ে কাজ করছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশীদ বলেন,ঠিকাদারী প্রতিষ্ঠান কীভাবে কাজ করবে? তা আমার জানা নাই। কাজ বুঝে পেলে হল।