নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর ডোমারে পিকআপের ধাক্কায় বিমলা রানী রায় (৪৮) নামে দুই সন্তানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ডোমার – নীলফামারী সড়কের কালিতলা তলা মন্দির এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিমলা রায় উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ গ্রামের গণেশ রায়ের স্ত্রী।
হরিণচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জগন্নাথ রায় জানান, বৃহস্পতিবার বিকালে ক্ষেত থেকে শাক তুলে বাড়ি ফেরার পথে ডোমার – নীলফামারী সড়কের কালিতলা মন্দির এলাকায় নীলফামারী থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি পিকআপ বিমলা রায় কে ধাক্কা দেয়। এতে বিমলা রায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এলাকাবাসী পিকআপ ও ড্রাইভার মেহেদি হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে ।
পিকআপের ধাক্কায় নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ডোমার থানার এস,আই গোলাম মোস্তফা জানান,নিহত পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আটক পিকআপ ও ড্রাইভারকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।