ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত ।

নীলফামারী সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,

“পখি সুরক্ষায় প্লাস্টিক দূষন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় ।  শনিবার  (১১ মে) বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিযায়ী পাখির নিরাপত্তা নিশ্চিতে জনসাধারণকে সচেতন করতে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. গোলাম কিবরিয়া নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরে সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসনের নীলফামারী ২৩ এর সাংসদ রাবেয়া আলিম, সৈয়দপুর পৌরসভার ১ং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন, সেতুবন্ধনের উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর এর অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোরচ্যালিন সুমন, সহ সভাপতি খুরশিদ জামান কাকন ।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রকৃতিতে পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সজিবতা। আর তাই আমাদের পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সহ-সভাপতি বিথি ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক, অর্থ সম্পাদক মামুনুর রশীদ সাংগঠনিক সম্পাদক নওশাল আনসারি সহ সংগঠনের অন্যান্য সদস্য মোকারম হোসন, রফিক ইসলাম। সোহেল রানা, সোহেল ইসলাম, রায়হান প্রমূখ । গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST