কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, মোছাঃ শাপলা বেগম, অফিসার ইনচার্জ এম আর হারুন অর রশীদ প্রমুখ। এ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।