ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
দেশীয় ফলের চাহিদা মেটাতে নীলফামারীর ডিমলায় বিনামূল্যে লিচু গাছের চারা বিতরণ করেছেন উপজেলা কৃষি অফিস।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে উপজেলার ডিমলা সদর, পশ্চিম ছাতনাই ও নাউতারা ইউনিয়নের ৫ জন আদর্শ কৃষকের মধ্যে প্রত্যেকের মাঝে চায়না-টু জাতের ১০ টি লিচুর চারা ও ২০ কেজি পটাস সার বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আযাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ অফিসার বাবু কনক চন্দ্র রায় প্রমুখ। বিতরনের সময় উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্ষাকালে গাছের চারা রোপনের সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় চারা দ্রুত মাটির সাথে লেগে যায় এবং বেঁচে থাকে। তাই সময়ের সাথে মিল রেখে আপনাদের মাঝে এ চারা গাছগুলো বিতরণ করা হল। আপনারা এ চারা গাছ রোপনের পর সঠিকভাবে তার যতœ ও পরিচর্জা করবেন, দেখবেন আপনাদের বাড়িতে লিচুর চাহিদা পূরণ হবে এবং ভাল মূল্যে বাজার জাতও করতে পারবেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, একজন কৃষক তাঁর ১০ সতাংশ জমির প্রতি সততে ১টি করে লিচু গাছ রোপন করবেন।