জলঢাকা (নীলফামারী )প্রতিনিধি ,
জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মে (বুধবার) উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জলঢাকা ভুমি কমিশনার (এসিল্যান্ড) গোলাম ফেরদৌস আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী,সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু,জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,পৌর সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু,থানা তদন্ত কর্মকর্তা মাহমুদ-উল-নবী সহ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ও সুধীবৃন্দ প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিলে সরকারি-বেসরকারি কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।