ঘোষনা:
শিরোনাম :
প্রথমবারের মতো ত্রিদেশীয় জয়ের স্বাধ পেল টাইগাররা।

প্রথমবারের মতো ত্রিদেশীয় জয়ের স্বাধ পেল টাইগাররা।

 ত্রিদেশীয় জয়ে উচ্ছসিত টাইগাররা।ছবি: এএফপি

ক্রীড়া প্রতিবেদক ,

প্রথমবারের মতো ত্রিদেশীয় জয়ের স্বাধ পেল টাইগাররা।আর এ জয়ের কারিগড় হয়েছেন  সৌম্য সরকার ও মোসাদ্দেক।ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ফাইনাল জিতল বাংলাদেশ। আর বাংলাদেশের এ কাব্যিক জয়ের দুই নায়ক সৌম্য সরকার আর মোসাদ্দেক হোসেন।

          শুরুটা করেছিলেন সৌম্য, শেষটা করেছেন মোসাদ্দেক। ছবি: এএফপি

 

শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনও টুর্নামেন্টের শিরোপা জিতলো বাংলাদেশ। শুরুটা করেছিলেন সৌম্য সরকার। শেষ করলেন মোসাদ্দেক। মাঝে মুশফিক ঝড়। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম টার্গেট সহজেই পার করলো বাংলাদেশ। সপ্তমবারের চেষ্টায় কোনও টুর্নামেন্টের শিরোপা জয়ে সফল হলো মাশরাফি বাহিনী।ক্যারিবীয়দের দেওয়া ২১০ রানে টার্গেট ৭ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। সৌম্য ৪১ বলে ৬৬, মুশফিক ২২ বলে ৩৬ ও মোসাদ্দেক ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে ২৪ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়। নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান তোলে ক্যারিবীয়রা। হোপ ৬৪ বলে ৭৪ রান করে আউট হন। অ্যামব্রিস ৬৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের মিরাজ একমাত্র উইকেটটি নেন। তবে বৃষ্টির আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST