ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
ডিমলা পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটে কর্মমূখী শিক্ষার প্রসারে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিমলা পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটে কর্মমূখী শিক্ষার প্রসারে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনধি ,

ডিজিটাল বাংলাদেশ ও বেকার মুক্ত দেশ গড়ার লক্ষে স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিতে উত্তরবঙ্গের শিক্ষিত বেকারদের মাঝে কর্মমূখী শিক্ষা প্রসারে দেশের বহুল জনগোষ্ঠিকে জনসম্পদ তথা মানব সম্পদে পরিণত করতেই এ কর্মমূখী শিক্ষা বিষয়ে ( ১৬ মে) বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানে পরিচালক/অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন রংপুর বিভাগের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিমলা বিএমআই অধ্যক্ষ আব্দুল কাদের, বিজয় টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি হামিদুর রহমান, বিজয় টিভির ডিমলা প্রতিনিধি হামিদা বারী, নীলফামারী সোনালী ব্যাংকের জোনাল ম্যানেজার সাদেকুল ইসলাম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লৎফর রহমান প্রমূখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রাক্কালে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবির্ক দিকসহ কম্পিউটার ল্যাব, গামেন্টস ল্যাব,ইলেট্রিক্যাল ল্যাব সহ নানা প্রশিক্ষন কোর্সের বিষয়ভিক্তিক ল্যাবগুলি পরিদর্শন করেন। পরিদর্শন পরবর্তী আলোচনা সভায় তিনি পলি টেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই আছি। কর্মমূখী শিক্ষা প্রসারে আমাদের সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীর বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি প্রতিষ্ঠানের একটি বাউন্ডারী প্রাচীর নির্মাণে যাবতীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। আলোচনা সভা শেষে দেশ ও মানবতার কল্যাণে ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,সমাজ সেবক, ব্যবসায়ীসহ সকল স্তরের স্থানীয় এলাকাবাসীর প্রায় পাঁচ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন ইফতার মাহফিল অনুষ্ঠানে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST