ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
নীলফামারীতে ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের উদ্যোগে ৬টি উপজেলায় ২১২টি ‘দুর্যোগ সহনীয় ঘর’নির্মাণ ।

নীলফামারীতে ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের উদ্যোগে ৬টি উপজেলায় ২১২টি ‘দুর্যোগ সহনীয় ঘর’নির্মাণ ।

নীলফামারী প্রতিনিধি ,

নীলফামারীতে ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের উদ্যোগে ২১২টি গৃহহীন পরিবারকে ‘দুর্যোগ সহনীয় ঘর’ নির্মাণ করে দেওয়া হচ্ছে  ।জেলা ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তর জানায়,৩ শতাংশ জমির উপর ২১২টি গৃহহীন পরিবারকে জেলার ৬টি উপজেলায় ‘দুর্যোগ সহনীয় ঘর’ দেয়া হবে।  ডোমারে ৩২টি, ডিমলায় ৩৬টি, সদরে ৩৮টি, জলঢাকায় ৪৪টি, কিশোরগঞ্জে ৩২টি এবং সৈয়দপুরে ৩০টি। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। জেলায় ঘর নির্মাণ ব্যয় হবে ৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৫৭২ টাকা।ঘরে দুটি রুম,একটি কিচেন,একটি ল্যাটিন ও করিডোরসহ লিন্টন ছাড়া ঘরগুলি প্রকল্প কর্মকর্তারা বাস্তবায়নে কাজ করছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এ হায়াত জানান, ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা থেকে তালিকা আসলে আমরা ঘর নির্মাণের কাজ শুরু করে দিবো। তিনি জানান, চলতি অর্থ বছরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্দে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। সরকারের এটি পাইলট প্রকল্প।ডোমার প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,তালিকার কাজ চলছে ,ইউনিয়নের তালিকা অনুমোদন পেলে কাজ শুরু করা সম্বব হবে।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, প্রকৃতপক্ষে দরিদ্র মানুষরা যাতে এই সুবিধা পান সেটা আমরা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেজন্য জেলা প্রশাসন মনিটরিং করবে।
তিনি জানান, সুবিধাভোগী যাদের ৩ শতাংশ জমি রয়েছে তাদের জমির ওপর এই ঘর নির্মাণ করে দেয়া হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST