ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
নীলফামারীর কচুকাটা চাড়ালকাটা নদী থেকে অবৈধ্য বালু উত্তোলনে হুমকির মুখে ভোটপাড়া গ্রাম।

নীলফামারীর কচুকাটা চাড়ালকাটা নদী থেকে অবৈধ্য বালু উত্তোলনে হুমকির মুখে ভোটপাড়া গ্রাম।

নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর কচুকাটা চাড়ালকাটা নদী থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা।হুমকির মুখে ভোটপাড়া গ্রাম।দিনের আলোয় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ভোট পাড়া এলাকায় চাড়ালকাটা নদী থেকে বালু উত্তোলন করে ব্যাবসায়ীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, নুর আলমের বাড়ীর পিছনে নদী থেকে প্রতিদিন ট্রাকটর দিয়ে ২০ থেকে ৩০ টি ট্রাকটর গাড়ি বালু উত্তোলন করে বিক্রির করছে বালু ব্যাবসায়ীরা।এলাকায় একটি সিন্ডিকেটের মাধ্যমে এই বালু উত্তোলন করে বিক্রি করে।এতে হুমকির মুখে পড়েছে ওই এলাকাটি।নদীর পাশে আবাদি জমি,ঘরবাড়ীসহ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।ভাল কাচা রাস্তা ভেঙ্গে চলাচলে অনুপযোগী হয়েছে।এলাকাবাসী(প্রয়োজনে নাম প্রকাশ)জানায়,আমার নদীর সাথে জমি আছে,আমি আবাদ করছি,প্রতিদিন বালু তুলার কারনে জমি ভেঙ্গে যাচ্ছে,বলার কেউ নেই দেখারও নেই।রাস্তাটিতে ট্রাকটর দিয়ে বালু নেয়ার কারনে বিভিন্ন জায়গায় রাস্তার খাল-খন্দক হয়েছে ।বর্ষা মৌসুমে চলাচল করতে খুব কষ্ট হবে।কাউকে বলে লাভ নাই।চেয়ারম্যানরা রাস্তাটি দুই তিন বছরে টিক করবে,কিনা তার ঠিক নাই।এ ব্যাপারে কচুকাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন,এখনও অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST