ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
“জলঢাকায় শিক্ষা বাস্তবায়নে ভুমিকা রাখায় ক্রেস্ট প্রদান”

“জলঢাকায় শিক্ষা বাস্তবায়নে ভুমিকা রাখায় ক্রেস্ট প্রদান”

জলঢাকা (নীলফামারী ) প্রতিনিধি॥
একীভূত শিক্ষা বাস্তবায়নে বিশেষ অবদান ও অগ্রণী ভুমিকা পালনের জন্য নীলফামারীর জলঢাকা উপজেলা পর্যায়ে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেছে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন।এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠানটি ঢাকা আহছানিয়া মিশনের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণী।
এসময় বক্তব্যে রাখেন,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র রংপুর বিভাগীয় ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুশফিকুর রহমান,আতাউল গণী ওসমানী,হারুন-অর রশীদ,দীলিপ কুমার সরকার, হাবিবুর রহমান,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এডুকেশন স্পেশালিষ্ট মনজুর আল খালিদ ও ইনক্লুসিভ এডুকেশন স্পেশালিষ্ট সোহেল রানা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার দীপক কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মমিনুর রহমান সাজু।এরপর ডেভেলপিং এ মডেল অফ ইনক্লুসিভ এডুুুকেশন ইন বাাংলাদেশ প্রজেক্টের আওতায় উপজেলায় একীভূত শিক্ষা বাস্তবায়নে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৬০ জন সম্মানিত ব্যক্তিকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST