কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ॥
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিশু সুরক্ষায় ও সিটিজেন ভয়েস অফ এ্যাকশন (সিভিএ) কর্মসুচি বাস্তবায়নে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সমঝোতা স্মারকের আয়োজন করে। এতে কিশোরগঞ্জ থানার পক্ষে অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রামের পক্ষে পিকিং চাম্বুগং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিভিএ ,শিশু ফোরাম, ভিডিসির ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক শেষে মাঠ পর্যায়ে সিভিএ কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ এবং এলাকার সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থার সাথে যুক্ত বা কোন সরকার নির্ধারিত কমিটির সদস্যদের নিয়ে ৩০ সদস্য বিশিষ্ট সিভিএ দল গঠন করা হয়।