রতন কুমার রায় ,ডোমার (নীলফামারী )প্রতিনিধি ,
স্কুল ও বাজার যাতায়াত কালে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ্য শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় আব্দুল রশিদ(২০) নামে এক বখাটে যুবককে ছয় মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোছাঃ উম্মে ফাতিমা এই সাজা প্রদান করেন। মংগলবার দুপুরে ডোমার বাজার রেলগেট এলাকায় ছাত্রীটিকে উতক্ত্যর সময় এসআই আব্দুর রশিদ তাকে আটক করে। বখাটে আব্দুর রশিদ ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ড কলেজপাড়ার নুরল ইসলামের ছেলে।
ডোমার থানার এস,আই আব্দুর রশিদ জানান, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী টি (১২) ডোমার বাজার রেলগেট এলাকা দিয়ে স্কুল ও বাজার যাতায়াত কালে বখাটে আব্দুর রশিদ প্রতিদিনেই তাকে উত্যক্ত করে আসছিলো।মঙ্গলবার দুপুরে ছাত্রীটি বাজারে আসলে আব্দুল রশিদ তাকে লক্ষকরে বাজে ভাষা প্রয়োগ করে তাকে উতক্ত্য করতে থাকে। এ সময় ছাত্রীটি তার অন্যায়ের প্রতিবাদ করলে বখাটে রশিদ ছাত্রীটির গালে চড় মারে। এতে লোকজন ক্ষিপ্তহয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়ে । ঘটনাস্থলেই ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান গিয়ে অভিযুক্ত আব্দুর রশিদ (২০)কে আটক করে ভ্রাম্যমান আদালতে খবর দেয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত আব্দুর রশিদকে ১৮৬০ সালের এবং ৫০৯ ধারায় অপরাধ সংগঠনের দায়ে তাকে ৬ মাসের জেল প্রদান করেন।