রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি ,
মঙ্গলবার (২১ মে) দুপুরে ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ২নং এলএসডি গুদাম প্রাঙ্গঁনে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন ।
ডোমার উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান,সরকারী নির্দেশনা অনুসারে চলতি মৌসুমে ডোমার উপজেলায় ৪শত ৯৩মেট্রিক টন ধান ও ২হাজার ৩৩৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে । আজ কৃষকদের নিকট হতে ১২বস্তা (৪৮০কেজি) ধান ও মিলারদের নিটক হতে ৬০০বস্তা(১৮মেট্রিক টন)চাল ক্রয় করা হয় । ধান ২৬টাকা কেজি দরে প্রতি মন ১০৪০ টাকা ও ৩৬ টাকা কেজি দরে প্রতি মেট্রিক টন ৩৬ হাজার টাকা ক্রয় করা হচ্ছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম,ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক মাসুম আহমেদ,ডোমার পৌর সোভার সাবেক কাউন্সিলর সেলিম রেজা,কৃষাণী রহিমা খাতুন,হনুফা আক্তার,কৃষক হরেন্দ্র নাথ রায়,ডিলার সফিয়ার রহমান,মশিয়ার রহমান,মর্তেজ আলী প্রমূখ ।