সিলেট প্রতিবেদক,
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে চিকিৎসাধীন অবস্থায় রেখে পালিয়ে গেছেন এক দম্পতি। গত শুক্রবার নবজাতকের মামা-মামি পরিচয়ে শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানোর পর তাঁরা পালিয়ে যান। পরে আদালত পুলিশের এক সদস্য নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করলে মঙ্গলবার আদালত তা মঞ্জুর করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে নবজাতকটির মামা-মামি পরিচয়ে এক দম্পতি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের নথিতে নবজাতকের বাবার শিমুল আহমদ ও মায়ের নাম আয়শা বেগম লেখা হয়। নবজাতকটিকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানোর পর ওষুধ আনার কথা বলে ওই দম্পতি বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। পরে অভিভাবকবিহীন অসুস্থ নবজাতকটির চিকিৎসার দায়িত্ব নেন হাসপাতালের পুলিশ ক্যাম্পে থাকা পুলিশ সদস্য এবং হাসপাতালের নার্সরা।