ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
ডিমলা জমি সংক্রান্ত বিষয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের উল্টো মামলা ।

ডিমলা জমি সংক্রান্ত বিষয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের উল্টো মামলা ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নের পূর্ব সাতজান গ্রামের বাসিন্দা মৃত: সেরাজ উদ্দিন এর পুত্র নুরুল হক এর সহিত জমি সংক্রান্ত বিরোধ নজরুল ইসলাম বাদী হয়ে গত ২০ মে-২০১৯ ইং তারিখে ডিমলা থানায় একটি মামলা রুজু হয়। জানা যায় গত ১৭ মে-১৯ তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় নুরুল হকের সহিত নজরুল ইসলামের ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং উভয় পক্ষ ডিমলা সদর হাসপাতালে ভর্তি হন। জানা গেছে আজ থেকে প্রায় ১৩ বৎসর পূর্বে ১নং বিবাদীর সহিত ১৭ শতাংশ জমি ৭ হাজার টাকার বিনিময় বিক্রয়ের জন্য টাকা গ্রহন করেন। পরবর্তীতে নজরুল ইসলাম তাহার ভাই নুুরল ইসলামকে জমি রেজিষ্ট্রী দিতে অপারগতা প্রকাশ করিলে নুরুল হক এলাকাবাসীর পরামর্শে উক্ত জমিতে একটি খরের ঘর উত্তোলন করিলে উত্তোলনকৃত ঘরটি রাতের অন্ধকারে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেয় এবং সেই জায়গায় নজরুল ইসলাম নতুন করে জোর পূর্বক ভাবে নিজেই ঘর উত্তোলন করে বলে এলাকাবাসী জানান। বর্তমানে নুরল ইসলাম সহ অন্যান্য আসামীগণ বাড়ী হইতে পলাতক রহিয়াছে। নুরুল হক সংবাদ কর্মীদের বলেন এ বিষয়ে প্রশাসন কর্তৃক যাহাতে আমি ন্যার্য্য বিচার পাই তাহার সু-ব্যবস্থা কামনা করছি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST