ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মতিহার হলের নতুন প্রভোস্ট অধ্যাপক মুসতাক আহমেদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মতিহার হলের নতুন প্রভোস্ট অধ্যাপক মুসতাক আহমেদ

তানভীর ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মতিহার হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ। সম্প্রতি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তাঁকে এ পদে নিয়োগ দেন। আগামী তিন বছর মেয়াদে তিনি প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার দুপুরে মতিহার হলের প্রভোস্ট কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রভোস্ট প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান এর কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হুমায়ুন কবির, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুবেদ চন্দ্র দেব শর্মা, হলের কর্মচারীবৃন্দ এবং আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হল সূত্রে জানা যায়, বিগত তিন বছরের কাছাকাছি সময় ধরে এ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মু. আলী আসগর। সম্প্রতি তিন বিছর মেয়াদ পূর্ণ না হতেই তিনি অনিবার্য কারণ দেখিয়ে পদত্যাগ করলে তার স্থলে প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন হলের হাউজ টিউটর সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান।

অধ্যাপক মুসতাক আহমেদ গ্রাম পোষ্ট বলেন, শিক্ষার্থী ছাড়া শিক্ষকদের অবস্থান কল্পনা করা যায় না। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে হলের সার্বিক উন্নয়ন ও একাডেমিক খোঁজ- খবর নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।

উল্লেখ্য, ড. মুসতাক আহমেদ ২০০১ সাল থেকে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালন করেন।#





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST