ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু
ঈদবাজারে নিউমার্কেটের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড়।

ঈদবাজারে নিউমার্কেটের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড়।

নিউমার্কেটের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড়। ছবি: গ্রাম পোষ্ট ।

ঢাকা রতিবেদক,

মুনতাসির আহমেদ ও রুবিনা আলম দম্পতি এবার একটু আগেই গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন। কেনাকাটাও তাই আগেই সারতে হবে। বুধবার (২২ মে )বাজেট ও পছন্দ অনুযায়ী ঈদের জামা কিনতে এসেছিলেন রাজধানীর নিউমার্কেটে। নিজেদের পাশাপাশি নিকটাত্মীয়-স্বজনদের জন্য নিয়েছেন শার্ট, প্যান্ট, লুঙ্গি ও শাড়ি।শুধু এ দম্পতিই নয়, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সময় নিকটবর্তী হওয়ায় প্রতিবছরের মতো এবারও জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার।সরেজমিনে দেখা যায়, বিকেলে নিউমার্কেটের বিপণিবিতানগুলোতে অন্য সময়ের চেয়ে ভিড়। কেউ বা ইফতারের আগে আসছেন মার্কেটে আবার অনেকে কেনাকাটা সেরে বাসায় গিয়ে ইফতার করার জন্য বের হয়ে যাচ্ছেন। দু’হাতে শপিং ব্যাগ নিয়ে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম।

গ্রাম পোষ্টকে তিনি বলেন, কম দামের মধ্যে নিউমার্কেটে বাচ্চাদের ভালো পোশাক পাওয়া যায়। আজ তাদের জন্য নিলাম। নিজেদের জন্য পরে সময় করে কিনবো। নিউমার্কেটের দ্বিতীয় তলায় বিসমিল্লাহ গার্মেন্টেসের বিক্রয়কর্মী রানা গ্রাম পোষ্টকে বলেন, রমজান শুরু হলেও এতোদিন কেনাকাটা তেমন ছিল না। আজ থেকে লোকজন আসছে। সামনে সেটি বাড়বে আরো। রোদ বেশি থাকায় দিনের চেয়ে ইফতারের পরে লোকজন আসে।

ঈদের আরো বেশ কিছুদিন বাকি থাকায় এখন বেশি চাহিদা ছোটদের পোশাকের। এমনটি জানালেন তাসীন ফ্যাশনের মেহেদী হাসান।

গ্রাম পোষ্টকে তিনি বলেন, সবাই চিন্তা করে আগে বাচ্চাদের পোশাক কিনবে। অনেকে নিজেদের জন্য নেয় সামর্থ্যের মধ্যে না হওয়ায়। আমাদের এখানে বাচ্চাদের ভালো প্যান্ট-শার্টের কালেকশন রয়েছে। বিক্রি মোটামুটি ভালো। পাঞ্জাবির দোকানগুলোর মধ্যে তুলনামূলক কম ভিড় দেখা গেলো। নিলয় ট্রেডার্স, টোকিও ফ্যাশনসহ বেশ কয়েকটি স্টলে ক্রেতাদের উপস্থিতি ছিল।

দিদার ফ্যাশনের দিদারুল ইসলাম গ্রাম পোষ্টকে বলেন, বিক্রি এখনো ভালোভাবে শুরু হয়নি। তবে সন্তোষজনক। বিশ রমজানের পর সবাই কেনাকাটা করবে। তখন অফিস ছুটি হবে। সবাই বাসায় যাওয়ার প্রস্তুতি নেবে। তখন বিক্রিটা বেশ জমে। নিউমার্কেটের পাশাপাশি চাঁদনী চক, নূরজাহানসহ আশপাশের মার্কেটেও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST