রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি ,
নীলফামারী ডোমারে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে ডোমার থানা পুলিশ ।
বুধবার রাতে অভিযান চালিয়ে সোনারায় ইউনিয়নে শাহ্ কলন্দর মাজার প্রাঙ্গনে মাজারের অজুখানায় মাদক সেবনের সময় সোনারায় ইউনিয়নের শাহ্ কলন্দর মাজার পাড়া এলাকার মোছাদ্দেক হোসেনের ছেলে রাসেল(২৬)ও একই এলাকার সুলতান আলীর ছেলে তারেক(২৬)কে হাতেনাতে আটক করে ।ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে ডোমার থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়, মামলা নং ১৫/১৯ । বৃহষ্পতিবার দুপুরে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে ।