গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ী, রান্নাঘর ও গবাদি পশুসহ ৫০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২৪ মে) ভোরে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে ছদরুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল হামিদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্যান্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুইটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে একটি গরু ও দুইটি ছাগল। এই অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।